২১ শে জুলাই বাঁশ কোপায় টোল ফ্রি যাতাযাতকে ঘিরে রাজনৈতিক তরজা

 

 

ব্যুরো নিউজ : রাজ্যের শাসক দলের সভা।তাই টোল দিতে হবে না। শুক্রবার সকাল থেকেই কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় কোলকাতার ধর্মতলা গামী তৃণমূল কংগ্রেসের শহীদ সভায় যোগদান করতে যাওয়া সমস্ত বাস এবং অন্যান্য যানবাহনের টোল মুক্ত করা হয়েছে।  বাঁশ কোপা টোল প্লাজায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো গাড়িতে নেওয়া হচ্ছে না টোল।

তাই সকাল থেকে তৃণমূলের ঝান্ডা লাগানো যে সমস্ত গাড়ি টোল প্লাজা অতিক্রম করছে তাদের টোল নেওয়া হচ্ছে না। এই ঘটনার কথা বাঁশ কোপা

টোল প্লাজার কর্মীরাও  ঘটনার কথা স্বীকার করলেও কি কারণে টোল মুক্ত করা হয়েছে তার সঠিক কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টোল প্লাজা কর্তৃপক্ষ।

যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র ধিক্কার জানিয়েছে  স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির কাঁকসা ২ নম্বর মন্ডল এর সভাপতি ইন্দ্রজিৎ ঢালীর অভিযোগ টোল ট্যাক্স না দিয়ে যে যানবাহন গুলি কলকাতায় তৃণমূলের সভায় যোগদান করতে যাচ্ছে এবং একইভাবে সেই সমস্ত যানবাহন ফেরত যাবে তাদের থেকে টোল না নেওয়ায় সরকারের বহু টাকা  ক্ষতি হলো আজ।

কিন্তু আজকের দিনে এই টোল মকুব করার অনুমতি কে দিলো সেই নিয়েই রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি এবং সিপিএম নেতৃত্ব সরব শাসকদলের বিরুদ্ধে।

error: Content is protected !!