কাঁকসায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের রুট মার্চ

 

ব্যুরো নিউজ : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর থেকেই  রাজ্যের বেশ কিছু জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। তবে পশ্চিম বর্ধমান জেলাতে ভোট পরবর্তী বড়সড় হিংসার ঘটনা সামনে না এলেও,  ছোটখাটো দুএকটা ঘটনা যে ঘটেছে না সেটাও বলা যায় না।

তাই ভোট পরবর্তী  কোন রকম যাতে হিংসার ঘটনা  না ঘটে  এবং এলাকায় এলাকায় আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে সেই বিষয়ে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে কাঁকসার ডাকবাংলো,মনোজপল্লী, দুনম্বর ও ৩ নম্বর কলোনি সহ কাঁকসার বেশ কয়েকটি এলাকায় রুট মার্চ করলো কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রুট মার্চ চলাকালীন কথা বলা হয়, এলাকার বাসিন্দাদের সাথে এবং এলাকার বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হলেও ভোট পরবর্তী হিংসার ঘটনা আটকাতে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রুট মার্চ করা হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষেরা।

error: Content is protected !!