ব্যুরো নিউজ : ২১ শে জুলাই সমর্থনে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বে বুধবার বিকেলে দুর্গাপুরে এক মহামিছিল হয়। ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত মিছিল টি হয়।মিছিলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা অংশ নেন।মিছিলের নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী এবং রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে প্রান্তিকার পাঁচ মাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের এক সভা হয়।এই সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী মন্ত্রী প্রদীপ মজুমদার সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে এদিন বিজেপিকে একহাত নেন জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী। তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় যেসব বিজেপি প্রার্থী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে ভোটে জিতলে লক্ষী ভান্ডারের টাকা দ্বিগুণ করে দেবো। বিভিন্ন সুযোগ সুবিধা দেবো। তাদের বাড়ি অবিলম্বে ঘেরাও করে প্রশ্ন করুন যে লক্ষী ভান্ডারের টাকা দ্বিগুণ করে দাও। নরেন্দ্র নাথ চক্রবর্তী সহ এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতাই বিরোধী দলের বিরুদ্ধে সরব হন।