দুর্গাপুরের দুবছরের শিশুর নাম নথিভুক্ত হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

ব্যুরো নিউজ : দুর্গাপুরের ২ বছর ২ মাসের এক শিশুর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হলো। শিশুটি ভারতের সমস্ত রাজ্যের রাজধানী এবং বিভিন্ন চিহ্ন এক নিমিষেই বলে দিতে পারে। প্রখর তার স্মরন শক্তি।১০ মিনিটে ৯৮ টি শব্দ অনর্গল বলে দেয়।এই বিস্ময়কর বালকের নাম নথিভুক্ত করলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। শিশুটির নাম অভিমন্যু।বাবা সঞ্জয় নন্দী একজন পেশায় ব্যবসায়ী।মা সুস্মিতা নন্দী একজন গৃহবধূ। দুর্গাপুরের বিধান নগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা। জানা গেছে দুর্গাপুরের বাড়িতে অভিমন্যু র এই কৃতিত্বর খবর আসতেই গোটা বিধান নগর জুড়ে কার্যত খুশির হাওয়া বইতে থাকে। অভিমন্যু এই কৃতিত্ব তার মাকে দেন অভিমন্যু র বাবা। অভিমন্যু যখন থেকে আদু আদু ভাবে দুচার কথা ঠোঁটে আসে তখন থেকেই তার মা সুস্মিতা নন্দী তাকে জেনারেল নলেজ শেখানোর উপর ই বেশি জোর দেন। প্রতিদিন দুচার শব্দ শিখতে শিখতে একজন অভিমন্যু একশত শব্দ অনর্গল বলতে পারে। এরপরেই অভিমন্যর একটা দশ মিনিটের ভিডিও রেকর্ড অভিমন্যুর বাবা প্রায় খেলার ছলেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠান।ব্যস ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ খুদের প্রখর স্মৃতি শক্তি দেখতে তার নাম নথিভুক্ত করে রেকর্ডস বুকে। বাড়িতে গিয়ে দেখা গেল এক রত্তি শিশু গলায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল ঝুলে খাটের উপর বসে মায়ের সঙ্গে দিব্যি ভারতের বিভিন্ন রাজ্যে রাজধানীর নাম অনর্গল বলেই চলেছে। দুর্গাপুরের এই এক রত্তি শিশুর সাফল্যের খুশি দুর্গাপুরবাসীও।

error: Content is protected !!