সচেতনতা বাড়াতে রুপান্তরকামীদের নিয়ে সেমিনার নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে

ব্যুরো নিউজ : ২০১৯ সালে রূপান্তরকামী ব্যক্তির অধিকার সুরক্ষা বিল সংসদে পাশ হয় । শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি ক্ষেত্রে রূপান্তরকামীদের বিরুদ্ধে কোনও রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে বিলে । রূপান্তরকামী ব্যক্তিদের পরিচিতি, স্বীকৃতিদানের পাশাপাশি, নিজেদের লিঙ্গ পরিচিতি বজায় রাখার অধিকারও দেওয়া হয়েছে। তাদের এই স্বীকৃতি ও অধিকারের বিষয়টি যাতে সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যশিক্ষা দপ্তরের মাধ্যমে বিষয়টি নিয়ে জায়গায় জায়গায় সচেতনতা শিবির ও সেমিনারের আয়োজন করা হচ্ছে।

রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলেও রূপান্তর কামীদেরদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার এই সেমিনারের আয়োজন করা হয়।রূপান্তর কামীদের সামাজিক সুরক্ষা ও স্বীকৃতি নিয়ে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই সেমিনারের আয়োজন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর কলিমুল হক।

এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গবেষক অনুমিতা দাস,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তথা রূপান্তরকামী প্রণিয়া পাল, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে সহ কোক ওভেন থানার ওসি এবং দুর্গাপুর মহিলা থানার ওসি সহ বিশিষ্ট জনেরা।

error: Content is protected !!