ব্যুরো নিউজ : বন্ধু বন্ধুর উপরে হামলা ।অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত ইসিএল এর ছোড়া হাসপাতাল এলাকার বাসিন্দা নাসিম খানের ওপর প্রাণঘাতি হামলা চালানোর অভিযোগ তারই বন্ধুর বিরুদ্ধে। জখম নসিম খান জানান, রবিবার দুপুরে এলাকারই তার এক বন্ধু ও কয়েকজন হঠাৎ তার বাড়িতে ঢুকে তার ওপর আক্রমণ চালায় । ঘটনায় গুরুতরভাবে আহত হয় নাসিম । এ বিষয়ে অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাসিম খানের তরফে বলে জানা যায়। জখম নাসিম খান অন্ডালের খান্দরা উখড়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করান। তিনি অভিযোগ করেন তার বন্ধু আরিয়ান বাল্মিকী কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালায় । তিনি জানান, দুপুর দেড়টার দিকে তিনি বাড়িতে একা ছিলেন, এ সময় আরিয়ান বাল্মীকি তার চার-পাঁচজন বন্ধুসহ তার বাড়িতে এসে তাকে হুমকি দেয় এবং অস্ত্র দিয়ে মাথায় ও মুখে আঘাত করতে থাকে। সবাই মাদ্যপ অবস্থায় ছিল বলে নাসিমের অভিযোগ। আরিয়ানের কাছে ছুরি ও অন্যান্য অস্ত্রও ছিল বলে অভিযোগ,একই অস্ত্র দিয়ে হামলা চালানো হয় ।নাসিম এই অভিযোগ করে যে,আরিয়ানের হাতে একটি ব্যাগ ছিল যা একটি পিস্তল এবং একটি বন্দুক বলে মনে হয়েছিল তার। ঘটনার পর প্রচন্ড রক্তক্ষরণ হয় তার। নাসিম তার বাবাকে খবর দিলে স্থানীয় যুবকদের সহায়তায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার মূল কারণ হিসেবে জানা যায় পারস্পরিক বিরোধ। নাসিম খাঁন জানান,ফেব্রুয়ারি মাসে কাজের খাতিরে মুম্বই গিয়েছিলেন। খবর পেয়ে একই এলাকায় থাকা তার বন্ধু আরিয়ান বাল্মীকি টালির কাজ শিখতে সেখানে পৌঁছায়। মুম্বাইয়ের দাদরে কিছু বন্ধুর সাথে থাকত । তার অতিরিক্ত মাদক সেবনের কারণে বন্ধুরা তাকে তার ঘরে রাখতে অস্বীকার করে। তারপর সে তার কাছে আসে, নাসিম তার বন্ধুর কাকাকে বিষয়টি জানায়। এরপর কাকা তাকে টাকা পাঠানো বন্ধ করে এখানে ডেকে নেন। এতেই তিনি ক্ষিপ্ত হন আরিয়ান এর আগেও আরিয়ান তাকে হুমকি দিয়েছিল বলে জানায় নাসিম । পেশায় একজন অটো চালক ওয়াসিমের বাবা কামাল জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন, তার স্ত্রী আসানসোলে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ঘটনার সময় নাসিম একা বসে মোবাইল ফোন চালাচ্ছিল। অতর্কিতে তার ওপর হামলা চালানো হয়। তিনি জানান, হামলাকারী আরিয়ান বাল্মীকি আগে একই এলাকায় বসবাস করলেও এখন দুর্গাপুরে থাকেন। নাসিমের বাবা তার ছেলে কে খুন করার চক্রান্ত করে আরিয়ান ড়া তার বাড়িতে এসেছিলো বলার অভিযোগ করেন। তিনি হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। খবর পেয়ে বনবাহাল ফাঁড়ির পুলিশ ঘটনা চলে পৌছায় এবং ঘটনার তদন্ত শুরু করে।