সাংসদ ও বিজেপি জেলা সভাপতি হটাও পোষ্টার বর্ধমান শহরে চাঞ্চল্য

ব্যুরো নিউজ : পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় বিজেপি সাংসদ এবং জেলা সভাপতি হটাও পোষ্টার পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমান কোর্ট প্রাঙ্গণ ছাড়াও বীরহাটা উল্লাস মোড় এলাকায় এই পোষ্টার দেখা যায়। পোষ্টার পড়া দেখে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়।এই পোষ্টার পড়াকে কেন্দ্র করে শাসক বিরোধী দুদলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়।দেখা যায় পোষ্টারে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং পূর্ব বর্ধমানের বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা কে পদ থেকে হটানোর দাবি রয়েছে পোষ্টারে। উল্লেখ্য এর আগেও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নিখোঁজ বলে পোষ্টার পড়ে এবং জেলা সভাপতি অভিজিৎ তা র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোষ্টার পড়ে বর্ধমান শহরের বিভিন্ন স্থানে।এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভোটে হেরে বিজেপির অন্দর মহলে জোর গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে এটাই প্রমাণ হচ্ছে। নাহলে এইভাবে প্রকাশ্যে পোষ্টার পড়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে।বিজেপি নেতা সৌম্যরাজ বন্দোপাধ্যায় পাল্টা অভিযোগ করে বলেন আসলে শাসকদলের লোকজনই অপপ্রচার করতে এই পোষ্টার দিয়েছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির উত্থানে ভয় পেয়েছে শাসকদলের লোকজন । বিজেপি রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তাই এত ভয় ‌। পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইসব চক্রান্ত করছে। এইভাবে বিজেপি কে রোখা যাবে না দাবি করেন সৌম্যরাজ বন্দোপাধ্যায়।

error: Content is protected !!