বিধান নগরের ডিডিএ মার্কেট কালীবাড়ীতে চুরির চেষ্টা,ধৃত দুই

জ্ঞানেশ চক্রবর্তী , দুর্গাপুর :   দুর্গাপরের বিধাননগরের ডিডিএ মার্কেট কালীবাড়ীতে মন্দিরের দরজা ভেঙে  চুরির চেষ্টা হয়।পয়লা বৈশাখ রাতের ঘটনা। পুরোহিত পূজো করে চলে যাবার পর চার পাঁচজন যুবক মন্দিরে আসে। মন্দিরের দরজা ভাঙ্গার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় মানুষের চিৎকারে চোরের দল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিধান নগরের কমিউনিটি সেন্টার এলাকা থেকে দুজন কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

error: Content is protected !!