তুহিন কাশ্যপ, দুর্গাপুর : শুক্রবার বিজেপি নেতা দীলিপ ঘোষের বিয়ে ছিল। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ শুভেচ্ছা জানালেন।সেই সঙ্গে বললেন” আজ মেরি ইয়ার কা সাদি হ্যায়”।নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি আনিয়ে সকল দলীয় কর্মীদের মিষ্টি মুখ করান।
কীর্তি আজাদ দীলিপ ঘোষের বৈবাহিক জীবন যেন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কামনা করেন।
কীর্তি আজাদ বলেন আমরা লোকসভা নির্বাচনের সময় দুই মেরুতে লড়াই করেছি।হয়তো ফের ভবিষ্যতে আবার লড়াই এর ময়দানে দেখা হবে।
তবে তিনি জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যথা সময়ে এইজন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।