নীলাঞ্জন ঠাকুর, দুর্গাপুর : বালি বোঝাই এক লরির ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল পাণ্ডবেশ্বরে।মৃতের নাম প্রসেনজিৎ মুখার্জি (২৯)। পাণ্ডবেশ্বরের উপর পাড়ার বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে নয়টার সময় একটি বালি বোঝাই লরি রাস্তায় যাবার সময় হঠাৎ করে প্রসেনজিৎ লরির চাকার নিচে পড়ে যায়। এরপরেই মৃত্যু হয় প্রসেনজিৎ এর। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়েন। ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে