জ্ঞানেশ চক্রবর্তী ,দুর্গাপুর : এতদিন অন্ডালে ছোট্ট একটি অফিস দিয়েই ট্রাফিক গার্ডের সমস্ত কাজ কর্ম চলতো। ট্রাফিক গার্ডের কোন বড় অফিস ছিল না। আধিকারিকদের ছিলনা বসার কোন রুম। সেইকথা চিন্তা করেই অন্ডালে ট্রাফিক গার্ডের একটি নুতন ভবন নির্মাণ করা হয়। বুধবার তার উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী।
ট্রাফিক এই নুতন ভবনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে ট্রাফিকের সমস্ত কাজ করা যাবে বলে জানা গেছে।