নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : মুখ ও বধির সংগঠনের সদস্যরা রবিবার বিশ্ব নারী দিবস পালন করলেন। দুর্গাপুরপুর সভার গ্রাউন্ড ফ্লোরের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি হয় রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি।
অডিটোরিয়ামে ১৫০ জন মূখ ও বধির মহিলা পুরুষ সদস্যরা এদিন উপস্থিত ছিলেন। নাচ এবং গানের অনুষ্ঠানে অংশ নেন মুখ ও বধির সদস্যরা।