নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : শনিবার রাতে দুর্গাপুরের স্টিল টাউন শিপের এজোনের হর্ষবর্ধন রোডের সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুর হয়। অভিযোগের তির দুর্গাপুর ৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙচুর করে বলে অভিযোগ।ঘটনায় প্রতিবাদে রবিবার সিপিএম কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। সিপিএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।