গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজে ২৭ শে ফেব্রুয়ারি কলেজের বার্ষিক টেক ফেস্ট ‘HORIZON 2K25’ অনুষ্ঠিত হয়। ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে বার্ষিক টেক ফেস্টটি অনুষ্ঠিত হয়। এই টেক ফেস্টে ক্যালিফোর্নিয়া নাসা জেট প্রপালশন ল্যাবরেটরির বর্ষীয়ান বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ভাস্কর গুপ্ত সহ একঝাঁক বিজ্ঞানী শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজের সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এবং সভাপতি ডাঃ সত্যজিৎ বসু এদিন নাসার বিশিষ্ট বর্ষীয়ান বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ভাস্কর গুপ্তকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক উপহার দিয়ে সম্বর্ধনা দেন ।ফুলের তোড়া দিয়ে সন্মানিত করেন ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজ সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং। এদিন কলেজে IEEE MTTS স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার অফিসেরও উদ্ধোধন হয়। ডঃ গৌতম চট্টোপাধ্যায় ও ডঃ ভাস্কর গুপ্ত এই অফিসের উদ্ধোধন করেন।টেক ফেস্টে এদিন বক্তব্য রাখেন কলেজর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস পাওয়ার এবং কলেজের মুখ্য উপদেষ্টা ডঃ সৈকত মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ভাস্কর গুপ্ত বক্তব্য রাখতে গিয়ে মহাকাশ গবেষণার মূল ভিত্তি ওয়্যারলেস সিস্টেমের কলকাতার বিজ্ঞানীদের অবদান তুলে ধরেন।
বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, ডঃ মেঘনাথ সাহা, ডঃ সিভি রমন, মনি লাল ভৌমিকের গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন। টেক ফেস্টে এদিন নাসার বর্ষীয়ান বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কৌতুহল ছিল চোখে পড়ার মতো।’মহাকাশ অনুসন্ধান এবং মহাবিশ্বে আমাদের স্থান ‘ বিষয়ক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে নাসার বিশিষ্ট বর্ষীয়ান বিজ্ঞানী ডঃ গৌতম চট্টোপাধ্যায় মহাবিশ্বের রহস্যময় দিক গুলি বিস্তারিত ব্যাখ্যা সহযোগে তুলে ধরেন উপস্থিত সকলের সামনে । এদিন ডঃ গৌতম চট্টোপাধ্যায় ভয়েজার ১ থেকে তোলা পৃথিবীর একটি ছবি কে দেখিয়ে বলেন মহাবিশ্বে থেকে তোলা এটি পৃথিবীর ছবি একটি বিন্দুর সমান। এই ছবিটি দেখিয়ে মহাবিশ্বে পৃথিবীর আকার এবং দূরত্ব ব্যাখা করেন ডঃ গৌতম চট্টোপাধ্যায় এদিন ।সেই সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্রছাত্রীদের এই ছবিটি দেখিয়ে সকলকে বিনয়ী হবার বার্তা দেন তিনি। ডঃ গৌতম চট্টোপাধ্যায় বলেন এই মহাবিশ্বে ৪০০ বিলিয়ন তারা রয়েছে। নাসা গবেষণা চালাচ্ছে মহাবিশ্বের বিভিন্ন উপগ্রহকে নিয়ে। প্রানের সন্ধানে বৃহস্পতি উপগ্রহে নাসা ইউরোপীয় উপগ্রহ পাঠানোর চেষ্টা করছে বলে দাবি করেন নাসার বর্ষীয়ান এই বাঙালি বিজ্ঞানী।