গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে রবিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সেল ও ওয়েবকুপার শিক্ষক শিক্ষিকারা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি শেষ হয় দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষা সেলের সভানেত্রী দেবারতি সিনহা বলেন আমাদের সর্বকালের সেরা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপর বাম এবং অতিবাম দুষ্কৃতিদের পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ করছি। তাই আমরা আজ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছি।দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যতদিন দোষীরা কঠোর শাস্তি না পাবে ততদিন আমাদের এই আন্দোলন ধারাবাহিক ভাবে চলতে থাকবে। শুনুন সরাসরি দেবারতি সিনহা ঠিক কিকি বললেন..