বাবলু যাদবকে ৬ ই মার্চ পর্যন্ত সংশোধনাগারে থাকার নির্দেশ আদালতের

আদালত সংবাদদাতা, দুর্গাপুর :   সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। আদালতে পুলিশ দুদিনের পুলিশী হেফাজতের নির্দেশও পায়।গত দুই দিনে পুলিশ বাবলু যাদবকে টানা জিজ্ঞাসাবাদ এবং পানাগড় রাইস মিল মোড়ে দুর্ঘটনার পুনঃ নির্মাণ করায়। বাবলু যাদবের দুদিনের পুলিশের হেফাজত শেষ ।তাই আজ রবিবার কাঁকসা থানার পুলিশ  দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে বাবলু যাদবকে। আদালত আগামী ৬ ই মার্চ ফের আদালতে বাবলু যাদব কে হাজির হবার নির্দেশ দেয়। ততদিন বাবলু যাদবকে  দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে থাকার নির্দেশ দেয় আদালত বলে জানা গেছে। এখনো পর্যন্ত বাবলু যাদবের সাদা গাড়ীর সঙ্গীরা গ্রেপ্তার হয়নি।তারা উধাও। পুলিশ বাবলু যাদবের সাদা গাড়ীর সঙ্গীদের ধরতে জোর তৎপরতা শুরু করেছে। পুলিশ দেখতে চায় বাবলু যাদবের সঙ্গে তার সাদা গাড়ীর সঙ্গীদের বয়ান কতটা মিল বা অমিল রয়েছে।

error: Content is protected !!