বাবলু যাদবকে নিয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পুনঃনির্মাণ করলো

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা  :  পানাগড় কান্ডের মূল অভিযুক্ত বাবলু যাদব কে সঙ্গে নিয়ে পুলিশ পানাগড় মোডের রাইস মিল রোডে দুর্ঘটনার পুনঃ নির্মাণ করলো। শুক্রবার পুলিশ অভিযুক্ত বাবলু যাদব কে নিজেদের হেফাজতে নয়। শনিবার পানাগড় রাইস মিল রোডের দুর্ঘটনা স্থলে পুনঃনির্মাণ করে।পুরো পুনঃ নির্মান টাই ভিডিও করা হয়। পুলিশের দুটি গাড়ি নিয়ে এই পুনঃ নির্মাণ করা হয়।

error: Content is protected !!