গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণের জেরে দুর্গাপুরে সিপিএম পার্টি অফিস ভাঙচুর হলো।সেই সঙ্গে সিপিএমের প্রবীন কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার রাতে দুর্গাপুরের স্টিল টাউন শিপের এজোনের হর্ষবর্ধন রোডের সিপিএমের সেক্টর পার্টি অফিসে হামলা হয়।
শাসকদল তৃণমূল কংগ্রেসের ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে সিপিএম পার্টি অফিসে শনিবার রাতে হামলা হয় বলে সিপিএমের প্রবীণ কর্মীদের অভিযোগ। শনিবার রাতে প্রবীণ সিপিএম কর্মীরা পার্টি অফিসের পাশে বসে গল্পগুজব করছিলেন সেইসময় অতর্কিতে ৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পল্লব নাগের নেতৃত্বে একদল তৃণমূলী পার্টি অফিসে এসে হামলা চালায় বলে অভিযোগ। সিপিএম পার্টি অফিসের সমস্ত চেয়ার সহ প্রবীণ সিপিএম কর্মীদের মারধর করে বলে অভিযোগ।
সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন এটাই তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি।সারা পশ্চিম বঙ্গে যা চলছে দুর্গাপুরে ও তাই হলো। সর্বত্র শুধু বামপন্থীদের মারধর চলছে। জানা গেছে এই হামলার প্রতিবাদে সিপিএম জেলা কমিটির পক্ষ থেকে রবিবার দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ডাক দেওয়া হয় এদিন।