নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু মলান দিঘীর নার্সিং কলেজে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : কাঁকসার মলান দিঘীর নার্সিং কলেজে এক পড়ুয়ার রহস্যমৃত্যু কে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার। জানা গেছে নার্সিং পড়ুয়ার নাম সুপ্রিয়া কোটাল (২৩)। পাণ্ডবেশ্বরের উত্তর পাড়ার বাসিন্দা।মলান দিঘীর নার্সিং কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজ সূত্রে জানা গেছে সুপ্রিয়াকে তার নিজের রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কলেজের এমার্জেন্সিতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।মৃত সুপ্রিয়ার মা মহুয়া কোটালের দাবি সুপ্রিয়া জানায় কলেজে পঞ্চাশ জন পাশ করেছে দুজন মাত্র ফেল করেছে । এরপরেই এই ঘটনা ঘটে কি বুঝতে পারছি না আমি,কি হলো। আমি গোটা ঘটনার তদন্ত চাই।আসল রহস্য উন্মোচন হোক  সুপ্রিয়ার  প্রতিবেশীরাও দাবি করেন।।কলেজের সুপার ডাঃ রাজশ্রী গুপ্ত বলেন পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

error: Content is protected !!