নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : কাঠের অমিল,তাই বেওয়ারিশ লাশ পোড়ানো হয়নি দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে।গত তিন দিন ধরে পড়ে দুর্ভোগে পড়েছেন শ্মশানে আসা শ্মশান যাত্রীরা। স্থানীয় গ্রামের মানুষ থেকে শ্মশান যাত্রী দুর্গন্ধে অতিষ্ঠ সকলেই। কেন এতদিন বেওয়ারিশ লাশ গুলি পোড়ানো হয়নি সেই প্রশ্নের উত্তর দিলেন
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি। তিনি বলেন তিন দিন নয়। একটা দিন অপেক্ষা করা হয়েছে শুধু বীরভান পুর মহাশ্মশানে অমাবস্যার পূজো ছিল। আর একদিন অপেক্ষা করা হয়েছে কাঠ ছিল না।দুর্গাপুর সাব ডিভিশনাল হাসপাতাল কর্তৃপক্ষ দুর্গাপুর পুরসভারকে চিঠি দেবার দুদিন মাত্র দেরি হয়েছে। এরপরেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবং বেওয়ারিশ লাশ গুলি পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে।