গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : অবশেষে গ্রেপ্তার হলো পানাগড় কান্ডের মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে সেই পানাগড়ের গাড়ির যন্ত্রাংশ কাটিং ব্যবসায়ী অর্থাৎ কাওয়াড়ি ব্যবসায়ী বাবলু যাদব। দুর্গাপুরের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা একথা জানান দুর্গাপুরের সাংবাদিক দের। অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে বাবলু যাদব কে বলে ডিসিপি অভিষেক গুপ্তা জানান বৃহস্পতিবার। বৃহস্পতিবার বাবলু যাদব কে গ্রেপ্তার করে কাঁকসা থানায় আনা হয়।
শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হবে বাবলু যাদবকে বলে ডিসিপি অভিষেক গুপ্তা জানান। এখনো পর্যন্ত একজন কেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসিপি। এদিন উপস্থিত সাংবাদিকদের ডিসিপি অভিষেক গুপ্তা জানান বাবলু যাদব কে পুলিশী হেফাজতে নিয়ে পানাগড় রাইস মিল মোড়ে দুর্ঘটনার পুনঃনির্মাণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার পানাগড়ের রাইস মিল মোড়ে দুর্ঘটনার মৃত ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সেদিন যে আরো দুই সঙ্গী গাড়িতে ছিলেন পিন্টু মন্ডল এবং প্রদীপ দত্ত, দুজন ই চন্দন নগরের বাসিন্দা, তাদের তদন্তের স্বার্থে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয় গোপন জবানবন্দি দেবার জন্য। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা কি বললেন শুনুন সরাসরি…