‘আমি ভয়ে পালিয়েছিলাম’ আদালতে হাজির হবার সময় বললেন অভিযুক্ত বাবলু যাদব

আদালত সংবাদদাতা, দুর্গাপুর : শুক্রবার দুর্গাপুর আদালতে হাজির হবার সময় পানাগড় কান্ডের  অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে সেই কাওয়াড়ি ব্যবসায়ী বাবলু যাদব বললেন ‘ আমি ভয়ে পালিয়েছিলাম’, । শুক্রবার আদালতে  পুলিশ হাজির করার করার সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক কথা বলেন বাবলু যাদব । পানাগড়ের রাইস মিল মোড়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার পাঁচ দিনের মাথায় গ্রেপ্তার হয় সাদা গাড়ির মালিক বাবলু যাদব। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে বাবলুকে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কাঁকসা থানার পুলিশ।

error: Content is protected !!