কাওয়ারি পট্টির ব্যাবসায়ী বাবলু যাদবকে ধরতে পুলিশের জোর তৎপরতা পানাগড়ে

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : পানাগড়ে চন্দন নগরের ইভেন্ট ম্যানেজমেন্ট মহিলা কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের  রহস্য মৃত্যুর  তদন্তে মূল অভিযুক্ত হিসেবে এবার সেদিনের সাদা ছোট গাড়ির চালক বাবলু যাদবের নাম উঠে এলো।কে এই বাবলু যাদব ! পানাগড়ের কাওয়ারি পট্টির ব্যাবসায়ী হলো বাবলু যাদব। পুলিশের দাবি সেদিন যে সাদা ছোট গাড়িটি দুর্ঘটনাস্থল থেকে পাওয়া গেছে সেটি হলো পানাগড়ের কাওয়ারি পট্টির ব্যাবসায়ী বাবলু যাদবের গাড়ি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশের দাবি সেদিন সাদাগাড়িটি বাবুলু যাদব স্বয়ং গাড়ির স্টিয়ারিং এ হাত ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী প্রথম সাংবাদিক সম্মেলনে ই ইভটিজিং এর‌ অভিযোগ উড়িয়ে দিয়েছে গাড়ি রেষারেষির দাবি করেছিলেন।সেই দাবিতে ই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার বাবলু যাদবের বাড়ি এবং ব্যবসাস্থল কাঁকসার এসিপি সুমন জয়সোয়াল নেতৃত্বে অভিযান চালায়। বাবুল যাদব কে শীঘ্রই ধরা হবে বলে এসিপি সুমন জয়সোয়াল দাবি করেছেন মঙ্গলবার। দুর্ঘটনার আগে র মূহূর্তটির সিসি ক্যামেরা ছবি মঙ্গলবার পুলিশ  প্রকাশ করে এদিন।এদিকে আনুষ্ঠানিক ভাবে সংবাদ মাধ্যমের কাছে ঘোষণা না করা হলেও  মঙ্গলবার সিআইডি আধিকারিকরা দুর্ঘটনাস্থল এবং দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে খতিয়ে দেখে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআইডির আধিকারিকরা মঙ্গলবার পানাগড়ে আসে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা স্বয়ং এসিপি সুমন জয়সোয়াল কে সঙ্গে নিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে সরোজমিনে খতিয়ে দেখেন।এখন দেখার আগামী দিনে কিকি তথ্য বেরিয়ে আসে পুলিশের তৎপরতায়। শুনুন কাঁকসার এসিপি সুমন জয়সোয়াল মঙ্গলবার কি বললেন উপস্থিত সাংবাদিকদের…

error: Content is protected !!