কাঁকসায় জাতীয় সড়কে গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু ইভেন্ট ম্যানেজমেন্টের মহিলা কর্মীর, গাড়ির রেষারেষির দাবি পুলিশ কমিশনারের

নিজস্ব প্রতিনিধি,কাঁকসা :  একটি চার চাকা গাড়িতে করে চন্দন নগর থেকে বিহারের গয়ায় পাঁচ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী যাচ্ছিলেন রবিবার রাতে।গত আট বছর ধরে এইভাবে তারা যান বলে জানা গেছে। পাঁচ ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর মধ্যে একজন মহিলা কর্মী ও ছিলেন। জানা গেছে রবিবার মধ্য রাতে কাঁকসার বুদবুদ এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নিয়ে ১৯ নং জাতীয় সড়ক ধরে যাবার সময় হঠাৎ করে পিছনে একটি চার চাকা গাড়ির কয়েকজন যুবক তাদের ধাওয়া করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ইভেন্টম্যানেজমেন্ট কর্মীরা।মহিলা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর উদ্দেশ্যে নোংরা অশ্লীল কটুক্তি করে করে ধাওয়া করে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীরা । এরপরেই পানাগড়ের কাছে এসে মহিলা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর গাড়িতে ধাক্কা দেওয়ার ফলে উল্টে যায় এবং গুরুতর আহত হন। সঙ্গে আরো দুজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মহিলা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীর। নাম সুতন্দ্র চট্টোপাধ্যায় ( ২৬)। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের অভিযোগ গত আট বছর ধরে এইভাবে আমরা বিহার সহ বিভিন্ন রাজ্যে যাই ইভেন্ট ম্যানেজমেন্ট করতে।কখনো এইভাবে বিপদের মুখে পড়িনি। রবিবার রাতে একদল যুবক ম্যাডাম কে দেখে লাগাতার কটুক্তি করে করে ধাওয়া করে গাড়ির পিছনে পিছনে।আমরাও ওভারটেক করতে করতে এগিয়ে যাই। এরপর আমাদের ধাক্কা মেরে উল্টে দেয় মত্ত যুবকদের গাড়িটি।আর আমাদের গাড়িটি উল্টে যায় এবং ম্যাডাম গুরুতর আহত হন এবং মারা যান। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মীদের অভিযোগ রাস্তায় পুলিশের নজরদারির অভাবে এই ধরনের ঘটনার কবলে পড়তে হয়েছে আমাদের এবং ম্যাডামের‌ মর্মান্তিক মৃত্যু হল।আমরা বিচার চাই।মৃত ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের অভিযোগ আইনের শাসন নেই। পুলিশের নজরদারি নেই রাস্তায়।নাহলে জাতীয় সড়কে এই ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হয়ে আমার মেয়েকে মরতে হতো না। আমার আট মাস আগে স্বামী মারা গেছেন। একজন রোজগার করতো আমার মেয়ে। মেয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিল।তাকে তো কাছে বের হতেই হবে।আর একদম মত্ত যুবকদের জন্য মৃত্যু হলো আমার মেয়ের। আমি বিচার চাই। তনুশ্রী চট্টোপাধ্যায বলেন ।সারা রাজ্যে এইসব ঘটনা কত ঘটছে প্রতিদিন।কেউ কি বিচার পাচ্ছে। পাচ্ছে না।তাই এইসব ঘটনা প্রতিদিন ঘটছে। তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সঙ্গে কোনভাবেই যে ইভটিজিং এর‌ ঘটনার সম্পর্ক নেই তাই দাবি করে বলে দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে এর সঙ্গে কোন ইভ টিজিং এর ঘটনার সম্পর্ক নেই। কাঁকসার বিজেপি নেতা রমেন শর্মা বলেন রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি দিচ্ছেন না উল্টে দোষীদের হয়ে  সওয়াল করছেন। দোষীদের আড়াল করার চেষ্টা করছেন প্রতিটি ঘটনার পর।আমরা এর বিচার চাই। দোষীদের ধরতে হবে দ্রুত।যদিও এই ঘটনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি সিসি টিভির ফুটেজ দেখিয়ে বলেন যেসব খবর করা হচ্ছে তার সঠিক নয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিত্তিহীন খবর করা হচ্ছে। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর দাবি কোন ইভ টিজিং এর লিখিত অভিযোগ আমরা পাইনি। এটি ইভটিজিং এর‌ ঘটনা নয়। দুই গাড়ির রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছে বলে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি।জাতীয় সড়কের সিসি টিভির ফুটেজ দেখে তদন্ত চলছে।মৃত মহিলার গাড়ি আগে ছিল। পিছনে ছিল আরেকটি গাড়ি। মৃত মহিলার গাড়ির  অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি রেষারেষির কথা আমরা জানতে পেরেছি। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দাবি তদন্ত শুরু হয়েছে।আমরা তদন্ত করে দেখছি। মৃত মহিলার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের জানান  পুলিশ সব রকম সহযোগিতা করছে। তবে শুনলাম একজন কে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।আমরা সঠিক বিচারের আশায় রয়েছি।

 

error: Content is protected !!