গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : আর্থিক প্রতারণার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হলেন দুর্গাপুর নগর নিগমের ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায়।মানস রায়ের সঙ্গে তার ছেলে অভ্রনীল রায়কেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। দুর্গাপুর( ইস্ট) ডিসিপি অভিষেক গুপ্তা গ্রেপ্তারের কথা শিকার করে নাম না করে জানান এখানে কোন রকম রাজনৈতিক ব্যাপার নেই। সম্পূর্ণ ক্রিমিনাল ম্যাটারে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে দুই অভিযুক্ত কে হাজির করা হবে । এবং পুলিশী হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গেছে মেন গেটের বাসিন্দা মহম্মদ অসিফ একটি চারচাকা গাড়ি অনলাইনে বিক্রি করতে দেন। গাড়িটির দাম ৮,৪০,০০০টাকা। গোপালমাঠের বাসিন্দা তথা দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায় এই গাড়িটিকে অনলাইনে কেনেন বলে জানা গেছে।তার পরিবর্তে গাড়ি বিক্রেতা মহম্মদ অসিফকে যে ৬টি চেক দেয় মানস রায় তা সব বাউন্স করে যায় বলে অভিযোগ। টাকা দেওয়া নেই। আবার দেখা ও দেননি মানস রায় বলে অভিযোগ।বার বার বাড়িতে গিয়েও মানস রায় ও ছেলের দেখা পাননি গাড়ি বিক্রেতা মহম্মদ অসিফ বলে অভিযোগ করেন।বেশ কিছুদিন দেখার পর গাড়ির টাকা না পেয়ে হতাশ মহম্মদ অসিফ শেষমেশ পুলিশের দ্বারস্থ হন।
মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়ের বিরুদ্ধে শেষমেশ আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন গাড়ি বিক্রেতা মহম্মদ অসিফ দুর্গাপুর থানায়।সেই অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে গ্রেপ্তার করে। বর্তমানে আর্থিক প্রতারণায় দায়ে বাবা ও বেটা শ্রীঘরে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এই মামলা টি যে কোনভাবেই রাজনৈতিক নয় তা উপস্থিত সাংবাদিকদের পরিষ্কার করে দিয়েছেন মঙ্গলবার ই। গাড়ি বিক্রেতা মহম্মদ অসিফ বলেন আমার বাড়িতে আমার বোন ক্যান্সার আক্রান্ত রয়েছে। তাকে ভাড়া গাড়িতে করে চিকিৎসা করাতে আমাকে যেতে হচ্ছে অথচ আমার গাড়ি নিয়ে যা খুশি করছে মানস রায় ও তার ছেলে। আর গাড়ি কিনে নির্ধারিত টাকাও দিচ্ছেন না প্রাক্তন কাউন্সিলর মানস রায়। মহম্মদ অসিফ বলেন বিভিন্ন ব্যাঙ্কের ছয়টি চেক দিয়েছেন মানস রায়।তা বারে বারে ব্যাঙ্কে জমা দিলে তা বাউন্স হয়ে যায়।ছয়টি চেক পরপর বাউন্স হয়েছে বলে দাবি মহম্মদ অসিফের।চেক বাউন্সে মহম্মদ অসিফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক পেনাল্টি হয় বলে দাবি।মহম্মদ অসিফের আরো অভিযোগ তার কাছ থেকে যে চারচাকা গাড়িটি কিনেছেন প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায় সেই গাড়িটির চারটি চাকা বিক্রি করে দেওয়া হয়েছে এবং গাড়িটির ব্যাটারী টিও বিক্রি করে দেওয়া হয়েছে দাবি। মহম্মদ অসিফ প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায় তাদের সঙ্গে প্রতারণা করায় প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়ের কঠোর শাস্তি চাইছেন। মহম্মদ অসিফ বলেন এইসব কাউন্সিলরের জন্য তৃনমূল কংগ্রেস দলের বদনাম হচ্ছে।এই খবর চাউর হতেই বুধবার রাত থেকেই দুর্গাপুরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।
দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা উপস্থিত সাংবাদিকদের যেভাবে শারিরীক ভাষা ব্যবহার করেছেন প্রাক্তন কাউন্সিলর মানস রায় কে নিয়ে যা বোঝাই যায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে পুলিশ কোনভাবেই কোন বাড়তি সুযোগ সুবিধা দেবে না তা এদিন পরিষ্কার করে দেন ডিসিপি অভিষেক গুপ্তা। উল্লেখ্য দুর্গাপুর নগর নিগমের ৩২ নং ওয়ার্ডে মানস রায় ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলেন।