বেনাচিতিতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :  বেনাচিতির সুকান্তপল্লীতে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মঙ্গলবার  সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে অর্চনা হাজরা নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার ভাড়া বাড়ি থেকে। স্বামী আকাশ হাজরা তার স্ত্রী অর্চনা কে ঝুলন্ত অবস্থায় দেখে এ জোন ফাড়ির পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ টিকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।  মৃত অর্চনার বাড়ির লোকজনদের অভিযোগ খুন করা হয়েছে অর্চনাকে। অর্চনার বাড়ির লোকজনরা জানান পাঁচ মাস আগে বাঁকুড়া বাসিন্দা অর্চনা হাজরার সঙ্গে বিয়ে হয় দুর্গাপুরের বেনাচিতির সুকান্ত পল্লীর আকাশ হাজরার।ঘর ভাড়া নিয়ে থাকতো আকাশ হাজরা ও অর্চনা। ঠিকঠাক ই চলছিল সব। হঠাৎ মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অর্চনা হাজরা। অর্চনার বাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

error: Content is protected !!