গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : প্রয়াত ব্যায়াম বীর তুষার কান্তি সরকারকে শ্রদ্ধা জানাতে ১৪ ই ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এক দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করে দুর্গাপুরে। দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের সামনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।পশ্চিম বর্ধমান জেলার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মহিলা পুরুষ উভয় বডি বিল্ডাররা এই প্রতিযোগিতায় অংশ নেন।
১১০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন বলে জানা গেছে। প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। মহিলাদের মধ্যে সেরা প্রতিযোগী হন বাঁকুড়ার সুস্মিতা নাথ।
প্রথম এবং দ্বিতীয় সেরা হন যথাক্রমে বিজয় গড়াই ও প্রকাশ সিনহা। সেরাদের মঞ্চে পুরষ্কৃত করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের ও এদিন সনম্মান জানান হয়।পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আন্তজার্তিক স্বর্নপদক প্রাপ্ত পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জী বলেন স্বাস্থ্য ই একমাত্র সম্পদ তাই নীরোগ থাকতে হলে শরীর চর্চা করতে হবে সকলকে।সেই লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শরীর চর্চায় মনোনিবেশ করতে নুতন প্রজন্মকে এবং
এই ধরনের বডি বিল্ডিং প্রতিযোগিতার আসরে যোগদান করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সীমা দেবী।
এদিন বডি বিল্ডিং প্রতিযোগিতা দেখতে তিল ধারণের জায়গা ছিল না জাংশন মল চত্বরে।