গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদের সঙ্গে বৈঠক হলো অন্ডাল বিমান নগরীর বিনিয়োগ কারীদের।দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে এই বৈঠক হয়। বৈঠকে যোগদান করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ।এই বিমান নগরীর পথবাতি, জল নিকাশী ব্যবস্থা , পরিবহন ব্যবস্থা , সিন্ডিকেট রাজ সহ বিভিন্ন সমস্যা রয়েছে। তাছাড়া,
দেশীয় থেকে আন্তর্জাতিক বিমান বন্দরের রূপায়ন করার ভাবনা ও রয়েছে বিশ বাঁও জলে। এইসব বিভিন্ন ইস্যুতে সোমবার বৈঠক হয়। সাংসদ কীর্তি আজাদ বিনিয়োগ কারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিনিয়োগ কারীরা জানান আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে।