মহাকুম্ভে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত মহিলার পরিবারের পাশে দাড়ালেন সাংসদ কীর্তি আজাদ

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : চলতি সপ্তাহে সড়ক পথে প্রয়াগরাজ মহাকুম্ভ যাওয়ার সময় বিহারে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়  এক মহিলার। দুর্গাপুরের ১৬ নং ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা ঔ মহিলার নাম রেখা ঘোষ (৫০) । পরিবারের সদস্যরা অল্পবিস্তর আহত হন এই পথ দুর্ঘটনায়। এই খবর শুনে সোমবার সকালে মৃত রেখা দেবীর পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ।সাংসদ কীর্তি আজাদ সোমবার সকালে রেখা দেবীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস দেন।

 

error: Content is protected !!