গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার নাথের ১৩৩ তম আবির্ভাব ওঙ্কার পঞ্চমী তিথি উপলক্ষে
সোমবার দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের সূচনা হয় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার নাথের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে।
ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের প্রধান সেবাইত শ্রী সাধন কুমার রায় মহাশয় সহ অনুষ্ঠানের মাননীয় অতিথিরা
মাল্যদান করেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কার নাথের প্রতিকৃতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জি,
দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল,
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি, জাতীয় শিক্ষক ড: সুশীল ভট্টাচার্য,
বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, বিশিষ্ট লেখক রাজীব ঘাঁটী সহ বিশিষ্ট জনেরা।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা সকলেই রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: প্রিয়া চক্রবর্তী নেতৃত্বে মহকুমা
হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা রক্ত সংগ্রহ করেনএদিন
রক্তদাতাদের কাছ থেকে। মন্দিরের মায়ের ভক্তরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিবির শেষে উপস্থিত সকলকে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের পক্ষ থেকে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয়।