গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :ফের অবৈধ অবৈধ দোকানদার উচ্ছেদে নামলো দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ডিএসপি কর্তৃপক্ষ ডিএসপির মেন গেটের উড়াল পুলের নিচে অবৈধ উচ্ছেদ অভিযান করে। স্থানীয় সূত্রে জানা গেছে অবৈধ দোকানদারদের বেশকিছু দিন আগে নোটিশ করে ডিএসপি কর্তৃপক্ষ। এরপরেই বুলডোজার দিয়ে অবৈধ উচ্ছেদ অভিযান চালায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ ডিএসপি কর্তৃপক্ষ অবৈধ দোকান গুলি ভেঙ্গে দেয়। এই অভিযান চালানোর সময় সিআই এস এফ দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলা হয়।সূত্র মারফত জানা গেছে এই স্থানে ডিএসপি কর্তৃপক্ষ বিনামূল্যে পার্কিং এর ব্যবস্থা করতে চলছে।