গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে আরো ৭০ টি শয্যা বাড়ানো হলো। বর্তমানে শয্যার সংখ্যা ১৪০ । দুর্গাপুর মহকুমার প্রসূতি মায়েদের কথা চিন্তা করেই এই উদ্যোগ। শনিবার এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই শয্যা গুলি।
রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এর উদ্ধোধন করেন।পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,
হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধোধন করে মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন,”দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ছিল এতদিন ৭০ টি শয্যা। সমস্যায় পড়তে হতো প্রসূতি মায়েদের। এই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুরের একটি শিল্প গোষ্ঠী এগিয়ে এসেছেন।
এখন ১৪০ শয্যা সংখ্যা হয়ে গেলো। আসানসোল দুর্গাপুর উদয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, “হাসপাতালের এখন পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। আমরা এও আশাবাদী আগামী কয়েক মাসের মধ্যে জেলা হাসপাতালগুলির মত এই হাসপাতালেও ব্লাড সেপারেশন ইউনিট তৈরি করা হবে ।” মন্ত্রী প্রদীপ মজুমদার মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা সহ হাসপাতালের মান আরো উন্নতি হবে বলে আশাবাদী।