তুহিন কাশ্যপ, দুর্গাপুর : বাঁকুড়া থেকে এক তরুণীকে চারজন যুবক শারীরিক নির্যাতন করেছে। এবং সেই তরুনীকে ইএস আই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে আমি কথা বলতে চাই। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই এই অভিযোগ তুলে দুর্গাপুরের ই এস আই হাসপাতালে ঢুকতে গেলে হাসপাতাল চত্বরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিধায়ক লক্ষন ঘড়ুই কে হাসপাতালের কর্মীরা ঢুকতে বাধা দেওয়া দেয় বলে অভিযোগ।
এরপরেই লক্ষন ঘড়ুই হাসপাতালের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। জানা গেছে এই ঘটনায় তরুনীর পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ তখনো থানায় দায়ের করা হয়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিধায়ক লক্ষন ঘড়ুই তো ঠিক করেননি। হাসপাতালে উনি কেন যাবেন হাসপাতালে। হাসপাতাল চত্ত্বরে এতে রোগীদের ডিস্টার্ব করা হয়েছে।