মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেবার নামে ১কোটি ৬০ লাখ টাকার প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর  : কলকাতার এক নামি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেবার নামে ১কোটি ৬০ লাখ টাকার প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম অর্ণব দাস বর্মন। পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ঘটনা ।দুর্গাপুর থানার অন্তর্গত ডিএসপি বাসিন্দা ২ যুবককে কলকাতার একটি নামি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন। তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা নেওয়া‌নেয় বলে অভিযোগ।দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন নি ওই দুই যুবক বলে অভিযোগ। প্রতারনার শিকার বুঝতে পেরে  অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুই যুবকের পরিবারের লোকজন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে  শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ  কলকাতার পঞ্চসায়ের থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয় এবং।  গ্রেপ্তার করে অর্ণব দাস বর্মনকে  এবং দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।

error: Content is protected !!