নিজস্ব প্রতিনিধি ,দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবার সিটি সেন্টারের এডিডিএ জমি উদ্ধার করতে বস্তি উচ্ছেদ অভিযান শুরু করলো। বেশ কিছুদিন আগে সিটি সেন্টারের বিভিন্ন বস্তি এলাকায় বস্তি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। দশদিন পরেও বস্তি গুলি থেকে জিনিস পত্র না সরানো হলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান শুরু করে। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিটি সেন্টারের সোনার তরীর বস্তিবাসীরা।
সিটি সেন্টারের সত্যজিৎ রায় সরণি অবরোধ করে বস্তিবাসীরা । তাদের অভিযোগ এলাকার বস্তিবাসীরা সকলেই বাড়ির পরিচারিকা এবং দীনমজুর। সকলেই সকালে কাজে চলে গেছে। এরমধ্যে সুযোগ বুঝে বাড়ির জিনিসপত্র রান্না করা খাবার সব ভেঙ্গে গুড়িয়ে দেয় এডিডিএর জেসিবি মেশিন বলে অভিযোগ বস্তি বাসীদের।তারা দাবি করেন সোনার তরী এলাকায় ১৫ টি পরিবার বসবাস করে।
পুনর্বাসন না দিয়ে বস্তি কেন ভেঙ্গে ফেলতে চাইছে এডিডিএ তার জবাব চাই আমরা।এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সিটি সেন্টারকে ঢেলে সাজাতে গোটা সিটি সেন্টার জুড়ে সরকারের জমি উদ্ধারের উদ্দেশ্যে অবৈধ দোকানদার উচ্ছেদ করলো।
এরপর রাস্তা সংস্কারের জন্য গাছ কাটার সিদ্ধান্ত এবং বর্তমানে সরকারি জমি উদ্ধারের উদ্দেশ্যে ফের বস্তি উচ্ছেদ করতে উদ্যোগী হলো এডিডিএ।