এম এ এম সির এক স্কুলের দুই ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর  : দুর্গাপুরর এম এ এম সির এক বেসরকারি স্কুলে ফিনাইল খেয়ে  আত্মঘাতীর চেষ্টা করলো ক্লাস সেভেনে দুই ছাত্রী।  জানা গেছে ঔ দুই ছাত্রীর বিরুদ্ধে পড়াশোনা না করে স্কুলে দুষ্টুমীর অভিযোগ করতে গার্জেন কল করার জন্য মোবাইল নং চাওয়া হয়।আর এর ভয়ে দুই ছাত্রী আত্মঘাতী হবার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গেছে এক ছাত্রী প্রথমে জোর করে আরেক ছাত্রীকে মুখে ফিনাইল ঢেলে দেয়। তারপর সে নিজেও মুখে ফিনাইল ঢেলে নেয়। এরপর দুজনে ই অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক রা তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।পরে দুই ছাত্রী চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে বলে জানা গেছে। স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানান কয়েকদিন ধরেই  স্কুলের ক্লাস সেভেনের দুই ছাত্রী  ক্লাসে দুষ্টুমি করছিল ।ক্লাসের কয়েকজন টিচার ওদেরকে বলেছিল তোদের গার্জেনদের ফোন নাম্বারটা দে তোরা ক্লাসে দুষ্টুমি করছিস তোদের গার্জেনদের বলবো। এরপরেই স্কুল ছুটির আগে টয়লেট গুলো ধোঁয়াপোছা হয়, আমাদের সুইপার গিয়ে পরিষ্কার করে ফিনাইল দিয়ে, ফিনাইলের বোতলে জল ভরা ছিল একটি মেয়ে আর একটি মেয়ের মুখে সেই জল ঢেলে দিয়েছে। এই ঘটনা জানতে পারায় আমরা দুই ছাত্রীকে হাসপাতালে পাঠাই তারা এখন  সম্পূর্ণ সুস্থ রয়েছে।

error: Content is protected !!