নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : ৮ই ফেব্রুয়ারি, দুর্গাপুরের জয় বালাজিতে কর্মরত অবস্থায় এক কর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ইএস আই পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে আই কিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তার মৃত্যু হয় । মৃতের নাম বিধান ঘোষ। বয়স ৩৬ বছর ।অন্ডাল কুটির ডাঙ্গার বাসিন্দা। মৃতের পরিবারের অভিযোগ প্রথমে বিধান ঘোষের অসুস্থতা নিয়ে গোপন কেন রাখা হয় তা রহস্যময়।বিধান ঘোষের মৃত্যুর পর কারখানার কর্তৃপক্ষ ঠিকাদার বিধান ঘোষের পরিবারকে কুড়ি হাজার টাকার বিনিময়ে ঝামেলা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। এর প্রতিবাদে সরব হন পরিবারের সদস্যরা ।এই ঘটনায় কারখানা চত্ত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। জয় বালাজির তিন নম্বর গেটের সামনে মরদেহ নামিয়ে রেখে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। অবস্থা সামাল দেবার চেষ্টা করে।