তুহিন কাশ্যপ, দুর্গাপুর : ১০ই ফেব্রুয়ারি। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জির জন্মদিন।দুর্গাপুরে সোমবার তৃণমূল যুব ও ছাত্র পরিষদ ও ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের প্রাক্তন মহা নাগরিক অপূর্ব মুখার্জির ৭০ তম জন্মদিন পালন করা হয়। সোমবার সকালে অপূর্ব মুখার্জির বাসভবনে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সদস্যরা এসে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করেন।কেট কেটে অপূর্ব মুখার্জিকে খাওয়ান।প্রচুর সংখ্যায় জমায়েত হয়েছিল। প্রাক্তন মহা নাগরিক অপূর্ব মুখার্জির জন্মদিন পালন করে ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজু সিং বলেন আজ সকলের প্রিয় নেতা অপূর্ব মুখার্জিকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
এদিন অপূর্ব মুখার্জি সকলের উপস্থিতিতে কেক কাটেন। এরপর অপূর্ব মুখার্জি বেশ কিছু শিশুদের মধ্যে মিষ্টির প্যাকেট বিতরণ করেন। পাশাপাশি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেন। প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের মাইকেল কলেজের ছাত্র ছাত্রী সহ অন্যান্য বিশিষ্ট মানুষ রা সকলে উপস্থিত ছিলেন।