নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : রবিবার ছিল অভয়ার জন্মদিন ।এই উপলক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে রবিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে অভয়াকে স্মরন করা হয়।সেই সঙ্গে আর জি কর কাণ্ডে জড়িত সমস্ত দোষীদের শাস্তি চাই, অভয়ার জন্মদিনে অভয়ার সঠিক বিচার চেয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের স্মার্ট বাজারের সামনের রাস্তায় প্রতিবাদ জানানো হয়।
সাধারণ মানুষ ডাক্তার ও ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে সকলেই প্রতিবাদ জানান।