মহিলা আইনজীবীর সঙ্গে প্রতারণার দায়ে শ্রীঘরে দুই যুবক

তুহিন কাশ্যপ, দুর্গাপুর : এক মহিলা আইনজীবীর সঙ্গে প্রতারণা করার দায়ে শ্রীঘরে গেলো দুই যুবক ।ধৃতদের নাম বিমল কুমার সাউ, প্রমোদ কুমার রাম।  ধৃত দুই জন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে।  দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবীকে একটি প্রিন্টার মেশিন কিনে দেওয়ার নাম করে অনলাইন মারফত ৬০ হাজার টাকা নিয়েছিল ওই দুই যুবক বলে অভিযোগ। কিন্তু পরিবর্তে প্রিন্টার মেশিন দেয়নি এই দুই যুবক। । বেশকিছু দিন অপেক্ষার মহিলা আইনজীবী প্রতারণার শিকার হয়েছেন তিনি বুঝতে পারেন । এরপরেই তিনি দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে হুগলির ভদ্রেশ্বর থেকে শনিবার দুই প্রতারককে গ্রেপ্তার করে।  রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক  ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ।

error: Content is protected !!