গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : হঠাৎ করে কোচিং সেন্টার FIITJEE বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।আর এই ঘটনায় বিপাকে পড়েছে কোচিং সেন্টারের পড়ুয়া ও অভিভাবকরা। FIITJEE বন্ধের সিদ্ধান্ত কেন নিলো হঠাৎ করে সেই কথা জানতে চায় পড়ুয়া থেকে অভিভাবকরা। কর্তৃপক্ষ বন্ধ করবেন সংস্থা অথচ ভর্তির সময় এই কোচিং সেন্টারে মোটা টাকা নিয়েছেন অভিভাবকদে কাছ থেকে।
কেউ এক লাখ কেউ দুই লাখ টাকা দিয়েছেন ক্লাস করার জন্য। আবার কেউ কেউ বিশ তিরিশ হাজার টাকা ও দিয়েছেন। প্রতিমাসে মাস মাইনাও আপডেট পর্যন্ত দিয়েছেন। অথচ ক্লাস হচ্ছে না অভিযোগ।তারা ভর্তি সহ সব টাকা ফেরতের দাবিতে রবিবার বিক্ষোভ দেখান কোচিং সেন্টারের সামনে।
অবস্থা বেগতিক দেখে পুলিশ কে খবর দেয় কোচিং সেন্টারের কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।