বিজেপির দিল্লী দখলে দুর্গাপুরে উল্লাস মিষ্টি মুখ

রাজনৈতিক সংবাদদাতা , দুর্গাপুর : দিল্লীর মসনদে বিজেপি ।বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার।আপ সরকার ধুয়ে মুছে সাফ।কংগ্রেস বিপর্যস্ত। ২৬ বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লীর রাজধানী দখল করলো। আর সেই খুশিতে পশ্চিম বাংলার দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় এক নম্বর বিদ্যাসাগর থেকে চন্ডীদাস পর্যন্ত বিজয় উল্লাস মিছিল।বিজেপির যুব মোর্চার তরফ থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে আবির খেলে মিষ্টিমুখ করে পালন করলেন কর্মী সমর্থকেরা। এই রাজ্যের বিজেপি সদর দপ্তরে ও শনিবার খুশির হাওয়া।রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও মিষ্টি মুখ করান কর্মীদের। বিজেপি কর্মীরাও মিষ্টি তুলে দেন রাজ্য সভাপতির মুখে।বিজেপি কর্মীরা দিল্লী জয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়েন। দিল্লীর পর এবার পশ্চিম বঙ্গের পালা।বিজেপি বাংলা দখল করবে বলেও শ্লোগান দেওয়া হয় এদিন।

error: Content is protected !!