পিসিবিএল আবাসনে পুষ্প প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : বিধান নগরের পিসিবিএল আবাসনে পুষ্প প্রতিযোগিতা হলো। আবাসনের মহিলাদের  পরিচর্যায় বেড়ে উঠেছে বাগান।  আবাসনের ৪৬ জন প্রতিযোগী নিজেদের বাগানপরিচর্চা করে এই‌  প্রতিযোগিতায় অংশ নেন। এই পুস্প প্রতিযোগিতায় ছিল  বিভিন্ন প্রজাতির গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গাঁধা সহ প্রায় পঞ্চাশ রকমের ফুল । তাছাড়া শাকসবজি ও ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় সেরাদের পুরষ্কৃত করা হয় এদিন পিসিবিএল কর্তৃপক্ষ।

error: Content is protected !!