লিফটের রক্ষনাবেক্ষণের গাফিলতি নিয়ে তপোবন সিটি আবাসনের আবাসিকদের বিক্ষোভ

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : বৃহস্পতিবার দুর্গাপুরের বামুন আড়ার তপোবন সিটি আবাসনের ৫৮ নং টাওয়ারের একটি লিফ্ট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হয় এক ব্যক্তি । গুরুতর অবস্থায় উদ্ধার করে  প্রথমে তাকে বিধান নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বলে জানা গেছে। জানা গেছে গুরুতর আহত ব্যক্তির নাম কৃষানু ব্যানার্জী, তিনি একজন সেনাবাহিনীর‌ জোয়ান। লিফটে নামার সময় লিফট হঠাৎ ছিড়ে পড়ে যায়।এই ঘটনায়  আতঙ্কিত আবাসিকরা।এই  মর্মান্তিক ঘটনার পরেও তপোবন সিটি আবাসনের লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে কোন হেলদোল নেই আবাসন কর্তৃপক্ষের বলে অভিযোগ আবাসিদের। শুক্রবার  আবাসন কর্তৃপক্ষের  বিরুদ্ধে সরব হয়ে অফিস ঘেরাও করেন আবাসিকরা। বেশকিছুক্ষন বিক্ষোভ দেখান তারা। অফিসে তালা দিয়ে দেওয়া হয়। এরপরেই চরম বচসা হয় আবাসিক দের সঙ্গে আবাসন কর্তৃপক্ষের। খবর ছড়িয়ে পড়তেই গোটা তপোবন সিটি আবাসন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার সকালে।

error: Content is protected !!