গনেশ চক্রবর্তী দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানো শিশু স্বাস্থ্য সচেতনতার পোষ্টার পড়াকে কেন্দ্র করে জোর বিতর্ক। শিশু স্বাস্থ্য সচেতনতার এই পোষ্টারে বিশ্ব বাংলার লোগোর বদলে বাংলা দেশের লোগো লাগানো ছবিটা দুর্গাপুর মহকুমা হাসপাতালের। মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিট এর ঠিক সামনেই পড়েছে এই পোস্টার। হাসপাতালে আসা রুগীর আত্মীয়দের নজরে পড়ে এই পোষ্টার। তারপর ছড়িয়ে পড়ে এই খবর। মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল বলেন সিসি ক্যামেরা দেখে এর তদন্ত করা হবে।
ধীমান মন্ডল বলেন খবর পেয়ে ই খুলে দেয়া হয়েছে বিতর্কিত এই পোস্টারটি। প্রশ্ন হচ্ছে সকলের নজর এড়িয়ে কেন এমন পোষ্টার পড়লো দুর্গাপুর মহকুমা হাসপাতালে ! সুপার নিজেও নাকি কিছু জানেন না। দায়িত্ব প্রাপ্তরা তাহলে কি করেন ডিউটি আওয়ারে সেই প্রশ্নের উত্তর দিতে পারেন নি হাসপাতালের সুপার।
যখন ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে কুটনৈতিক টানাপোড়েন চলছে। দুই দেশের মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে। সেইসময় ভারতের মাটিতে ভারত সরকারের একটি রাজ্য পশ্চিম বঙ্গের দুর্গাপুরের মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানো শিশু স্বাস্থ্য সচেতনতার পোষ্টার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শুক্রবার।এই ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি জানান মহকুমা হাসপাতালে আগত রোগীদের পরিবারের সদস্যরা।