ডিপিএলে মৃত কর্মীকে ১৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর :  কর্মরত অবস্থায় ডিপিএলের ওয়াগেনে র উপর উঠে কয়লা খালি করার সযময়  বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় পৃথো টুডুর। মর্মান্তিক মৃত্যুর খবর শুনে মৃত পৃথো টুডুর পরিবারের পাশে দাঁড়ায় পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব। সঙ্গে সঙ্গে ৫০ হাজার টাকা দেয় পৃথো টুডুর পরিবারকে দেওয়ার ব্যবস্থা করে শেষ কৃত্য সম্পন্ন করার জন্য। আর্থিক সহায়তা এবং মৃতের পরিবারকে একটি চাকরির দাবি করে আই এন টিটি ইউ সির জেলা নেতৃবৃন্দ।সেই দাবিতে সাড়া দিয়ে শুক্রবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের  স্টেট অফিসে মৃত পৃথো টুডুর পরিবারকে তেরো লক্ষ টাকার চেক প্রদান করা হয় ডিপিএল কর্তৃপক্ষ এর পক্ষ থেকে এবং মৃত পৃথো টুড়ুর মেয়েকে খুব শীঘ্রই কাজ দেবার কথা ঘোষণা করে‌ডিপিএল কর্তৃপক্ষ । চেক প্রদান অনুষ্ঠানে আই এন টিটি ইউ সির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আই এন টিটি ইউ সি বিভিন্ন কলকারখানায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাড়ায়। ডিপিএলে কর্মরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয় পৃথো টুডুর।আজ পৃথো টুডুর পরিবারকে আর্থিক সহায়তা করা হয় এবং পৃথো টুডুর মেয়েকে ডিপিএল কর্তৃপক্ষ খুব শীঘ্রই একটি চাকরি দেবার ব্যবস্থা করবে।আই এন টিটি ইউ সি এই দাবি জানায় ডিপিএল কর্তৃপক্ষের কাছে। সেই দাবি মেনে নেয় ডিপিএল কর্তৃপক্ষ।

 

error: Content is protected !!