গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের দামোদর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ টি উদ্ধার করে। জানা গেছে মৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ মুখার্জি।বাড়ি দুর্গাপুর স্টিল টাউন শিপে। সূত্র মারফত জানা গেছে বেনাচিতির এক সোনার দোকানের ম্যানেজার ছিলেন সিদ্ধার্থ বাবু। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিন্তু কি কারনে সোনার দোকানের ম্যানেজার আত্মহত্যার পথ বেছে নিলেন তা বেশ রহস্যময়। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।