৭৮ লাখ টাকা খরচ করে ঝরা পাতা কুড়োতে সাকশন মেশিন এলো দুর্গাপুর নগর নিগমে

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের টাকায় ৭৮ লাখ টাকা দাম দিয়ে একটি ঝরা পাতা কুড়োনোর সাকশন মেশিন আনলো দুর্গাপুর নগর নিগম। মহারাষ্ট্র থেকে মেশিনটিকে কিনে আনা হলো বলে জানান দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি। তিনি বলেন গ্রীষ্ম কাল শুরু হবার আগেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গাছ থেকে পাতা ঝরতে শুরু করেছে।পাতা গুলি যাতে আগুন না লেগে যায় তাই এই মেশিন ব্যবহার করে ঝরা পাতা কুড়োনোর কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই সাকশন মেশিনটিকে এম এ এম সির এলাকায় গাছগাছালি ভরা এলাকায় ঝরা পাতা কুড়োনোর কাজ শুরু করেছে। পরবর্তী সময়ে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঝরা পাতা কুড়োনোর কাজ শুরু করা হবে।

error: Content is protected !!