গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : কাঁকসার মলানদিঘীর আকন্দারায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।বমি, পায়খানা, সঙ্গে পেটে ব্যাথা উপসর্গ । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ এই ঘটনার তার পরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল। আরো অভিযোগ পরিশ্রুত পানীয় জল পর্যন্ত দেওয়া হয় নি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকেই বমি, পায়খানা শুরু হয় গ্রামের বহু মানুষের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অসুস্থদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে এবং বিভিন্ন স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। গ্রামে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক রা ও স্বাস্থ্য কর্মীরা ক্যাম্প বসিয়ে গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন বলে জানা গেছে।