গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : রবিবার সকালে দুর্গাপুরে চা চক্রে আর জি কর ঘটনা নিয়ে সরব হলেন বিজেপি নেতা দীলিপ ঘোষ। তিনি বলেন আরজি কর হাসপাতালের ঘটনার পেছনে বড়সড় চক্রান্ত রয়েছে। এইসব সামনে আসা উচিত, মানুষের ভাবাবেগকে আদালতের বোঝা উচিত। নাহলে আদালতের প্রতি আস্থা হারাবে সাধারণ মানুষ। দিলীপ ঘোষ এদিন সিবিআইয় নিয়েও মন্তব্য করেন। রবিবার সকালে প্রাত: ভ্রমনসেরে চা চক্রে যোগদান করেন এবং ফুরফুরে মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। বিধান নগরের ক্লাব সমন্বয়ের টেনিস কোর্টে বিধায়ক লক্ষন ঘড়ুই সহ সহকর্মীদের সঙ্গে টেনিস খেলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা তৃণমূল কংগ্রেস ঘেঁষা দুর্গাপুরের বিভিন্ন ক্লাবের সমষ্টির ক্লাব সমন্বয় দুর্গাপুরে বিভিন্ন ব্যানারে একের পর এক অনুষ্ঠান করে চলছে। তৃণমূল কংগ্রেসের উৎসব অনুষ্ঠানেও বড় দায়িত্ব পালন করছেন ক্লাব সমন্বয় কর্মকর্তারা। লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ এই ক্লাব সমন্বয়ের আর্থিক জোগান নিয়েও সরব হয়েছিলেন। রবিবার ক্লাব সমন্বয়ের টেনিস কোর্টে পেশাদার টেনিস খেলোয়াড়ের মতো বল সর্ট করে রবিবার দীলিপ ঘোষ যে একজন পোড় খাওয়া রাজনীতি বিদ এবং ক্লাব সমন্বয় কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নয় , বিজেপি কর্মীদের ও এই ক্লাব সমন্বয় সেই বার্তা দিতেই এদিন ক্লাব সমন্বয়ের টেনিস কোর্টে পা রাখলেন দিলীপ ঘোষ বলে অনেককেই মনে করছেন।